আমরা অনেকেই চাই ইসলাম নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করতে। কিন্তু জেনারেল শিক্ষিত ছাত্র-ছাত্রী, গৃহিণী কিংবা চাকুরিজীবীদের জন্য ইসলাম নিয়ে প্রাতষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা আমাদের সমাজে নেই বললেই চলে।
তাইবাহ একাডেমি এমনই জ্ঞানপিপাষু তালেবে ইলমদের জন্য অনলাইনে ইসলাম নিয়ে পড়াশোনার ব্যবস্থা করতে চেয়েছে, যাতে একজন তালেবে ইলম তার সুবিধামত সময়ে যেকোনো স্থান থেকে দ্বীনের জন্য অপরিহার্য জ্ঞান লাভ করতে পারে। তাই তাদের কথা চিন্তা করে ডিজাইন করা হয়েছে “অনলাইন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ” কোর্স।
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদের জন্য জ্ঞান অর্জন ফরয করেছেন। সুন্দর ইসলামী জীবন গঠনের জন্য এবং রাসূল ﷺ -এর দেখানো পথে জীবন পরিচালনা করার জন্য ইসলামের মৌলিক জ্ঞান অর্জনের বিকল্প নেই। ‘অনলাইন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সটি’ আমরা এমনভাবে ডিজাইন করেছি যেখানে একজন তালেবে ইলম ইসলামের মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে পারবেন এবং বিভিন্ন পরীক্ষা (কুইজ টেস্ট, মিডটার্ম এবং ফাইনাল পরীক্ষা) এর মাধ্যমে তাদের মেধা যাচাই করতে পারবেন।
প্রতিটি সাবজেক্টে রয়েছে ১০ - ২০ টি মডিউল বা ক্লাস। প্রতিটি মডিউলে রয়েছে ১ টি প্রি-রেকর্ডেড ভিডিও লেকচার, ১ টি ক্লাসনোট এবং ১ টি ক্লাস টেস্ট। লেকচার দেখে ক্লাসনোট পড়ে ক্লাস টেস্টে অংশগ্রহণের মধ্য দিয়ে মডিউলগুলো সম্পন্ন করতে হবে। উভয় সেমিস্টারে মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার পূর্বে লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে শাইখদেরকে সরাসরি প্রশ্নোত্তর করার সুযোগ থাকবে, যার তারিখ আগেই জানিয়ে দেওয়া হবে।
উভয় সেমিস্টারের মাঝামাঝি সময়ে মিডটার্ম পরীক্ষা এবং শেষের দিকে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার তারিখ আগেই জানিয়ে দেওয়া হবে। ক্লাস টেস্ট, মিডটার্ম পরীক্ষা ও ফাইনাল পরীক্ষা সহ সকল পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
প্রতি সেমিস্টারের ফি ৪,০০০ টাকা (কোর্সটি ২ সেমিস্টারে সম্পন্ন করতে না পারলে অরেকটি সেমিস্টার বাড়িয়ে নেওয়া যাবে। সেক্ষেত্রে অসম্পন্ন প্রতিটি সাবজেক্টের জন্য ৫০০ টাকা করে ফি প্রদান করতে হবে)।
কোর্স ফি প্রদানে একান্ত অসমর্থ তবে ইলম অর্জনে আগ্রহী এরকম শিক্ষার্থীদের জন্য সীমিত সংখ্যক স্কলারশিপের ব্যবস্থা রয়েছে, যা শর্তসাপেক্ষে প্রদান করা হয়। স্কলারশিপের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
SUBJECTS | COURSE TEACHER |
---|---|
ইলম অর্জনের আদব | ড. আব্দুল্লাহিল কাফী |
ইসলামী আকীদার পরিচয় | ড. মোহাম্মদ মানজুরে ইলাহী |
কুরআন বোঝার মূলনীতি | ড. ইমাম হোসেন |
ফিকহুত তাহারাত | ড. মোহাম্মদ মানজুরে ইলাহী |
ফিকহুস সালাত | ড. মোহাম্মদ মানজুরে ইলাহী |
ফিকহুস সিয়াম | ড. মুহাম্মাদ সাইফুল্লাহ |
সীরাতে রাসূল ﷺ (মাক্কী যুগ) | ড. আব্দুল্লাহিল কাফী |
অধ্যয়ন দক্ষতা (Study Skills) | জুনায়েদ মুনির |
SUBJECTS | COURSE TEACHER |
---|---|
তাওহীদ পরিচিতি | ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া |
লুগাতুল কুরআন | ড. মোহাম্মদ মানজুরে ইলাহী |
হাদীস বোঝার মূলনীতি | শাইখ হারুন হোসাইন এবং ড. ইমাম হোসেন |
ফিকহুয যাকাত | ড. মোহাম্মদ মানজুরে ইলাহী |
ফিকহুল হজ্জ | ড. মোহাম্মদ মানজুরে ইলাহী |
ফিকহুল মু’আমালাত | ড. মোহাম্মদ মানজুরে ইলাহী |
সীরাতে রাসূল ﷺ (মাদানী যুগ) | ড. আব্দুল্লাহিল কাফী |
তথ্য প্রযুক্তি | শরীফ আহমেদ ও ড. মোহাম্মদ মানজুরে ইলাহী |
ভিডিও দেখে বুঝতে এবং নোট পড়তে সক্ষম সকলেই ভর্তি হতে পারবেন।
ভর্তি হওয়ার জন্য প্রথমে আপনাকে সেমিস্টার ফি পরিশোধ করতে হবে। তারপর পেমেন্ট ফর্মে ব্যবহৃত ইমেইল এ্যাড্রেস দিয়ে তাইবাহ একাডেমির ক্যাম্পাস ওয়েবাসাইট এ একটি একাউন্ট খুলতে হবে। আগেই একাউন্ট খোলা থাকলে পুণরায় একাউন্ট খোলার প্রয়োজন নেই। এরপর আমরা আপনাকে ভর্তি করে নেবো। ভর্তি সম্পন্ন হয়ে গেলে আপনার ড্যাশবোর্ডে সাবজেক্টগুলো দেখতে পাবেন এবং ক্লাস শুরু করতে পারবেন।
প্রি-রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
ইমেইল : support@taibahacademy.com
মেসেঞ্জার : https://www.messenger.com/t/taibah.academy
WhatsApp : https://wa.me/8801911285744
হটলাইন : 01911 285744 (সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত)
this is very useful for us
আমারা যারা জেনারেল শিক্ষিত তাদের জন্য এক চমৎকার আয়োজন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের এই উত্তম উদ্যোগকে কবুল করুন।
ইন শা আল্লাহ আমি ভর্তি হতে চাই... এই কোর্সটা করতে চাই।
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি পরিকল্পনা পরিকল্পনার মাধ্যমে দ্বীন ইসলামের আরো প্রচার প্রসার ঘটবে ইনশাআল্লাহ এবং আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে উত্তম জাযা দান করুক আমিন
It's really amazing. We all should appreciate this...
স্কলারশিপ এর ব্যবস্থা করলে উপকৃত হতাম।
🌿মাশা আল্লাহ,খুব ভালো একটা উদ্দোগ আল্লাহ কবুল করুক, ফী অর্ধেক হলে ভালো হোতো (আমার জন্য)🌿
স্কলারশিপ এর ব্যবস্থা হলে উপকৃত হতাম। জাযাকাল্লাহ খইরান।
It is Very helpful step for our society. I am Very interested to continue in this course. Inshallah
ইচ্ছা থাকলেও টাকার সমস্যার কারণে ভর্তি হতে পারবো না। খুব আপসোস হচ্ছে..